নিজস্ব প্রতিনিধি,
১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টা থেকে সংসদে শুরু হয়েছে ভোটগ্রহণ। এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ বনাম ইন্ডিয়া জোটের সুদর্শন রেড্ডির এই নির্বাচনী লড়াইয়ে প্রথম ভোটটি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর একে একে ভোট দিতে দেখা গেল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, জেপি নাড্ডা, নীতীন গড়করিদের। ভোট কেন্দ্রে হাত ধরাধরি করে আসতে দেখা যায় কংগ্রেস সভাপতি খাড়গে ও কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করিকে। এই ঘটনাও চর্চায় উঠে এসেছে।এদিন সংসদ পরিসরে প্রধানমন্ত্রীর ভোটদানের পর সংসদে আসতে দেখা যায় দুই বরিষ্ঠ নেতা মল্লিকার্জুন খাড়গে ও নীতীন গড়করি। একে অপরের হাত ধরে খোশ মেজাজে গল্প করতে করতে সংসদে ঢোকেন তাঁরা। এই ছবি সামনে আসার পর বিজেপির তরফে কোন প্রতিক্রিয়া না এলেও, ছবিকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করেছে কংগ্রেস। হাত শিবিরের মুখপাত্র অখিলেশ প্রতাপ সিং বলেন, “এটাই আসল গণতন্ত্রের ছবি। আপনারা কখনও প্রধানমন্ত্রী মোদিকে দেখেছেন কোনও বিরোধী নেতার হাত ধরে হাঁটছেন। উনিতো সর্বদাই রেগে থাকেন। এবং কারও সঙ্গে কথা বলার প্রয়োজনবোধ করেন না।”
Akb tv news
09.09.2025